মে ২২, ২০২৫

বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

কুমিল্লা সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে ‘পুশইন’

13 people, including women and children, 'push-in' at Comilla border
ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ‘পুশইন’ করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে।

কুমিল্লা-১০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে গোলাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ এই ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় ৬০ বিজিবি’র টহলদল দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়েছে এবং বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।

যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন