কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তের কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সোমবার (২৪ মার্চ) ভোরে চালানো এই অভিযানে একটি মিনি ট্রাকসহ প্রায় ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য আটক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির একটি বিশেষ টহল দল কটকবাজার সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এ সময় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে পাছতোবি হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০টি শাড়ি, ১৩৫টি কাশ্মীরি শাল, ৫৭টি শার্ট ও ৩৯৬টি গেঞ্জি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালনের পাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকার ট্রাকসহ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটককৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হবে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC