কুমিল্লা-সিলেট মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীতকরণ এবং বেহাল দশা থেকে মুক্তি পেতে দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। সড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত (খানাখন্দ) থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই তারা অবিলম্বে সড়ক মেরামতের কাজ শুরু করার দাবি জানান।
তারা আরও বলেন, সড়কটি খুবই সরু (সংকীর্ণ) হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রাণহানির পাশাপাশি অনেকেই অঙ্গহানি হচ্ছেন। মানুষের জীবন নিরাপদ করতে দ্রুত সড়কটি মেরামত করা জরুরি। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলন করা হবে।
দেবপুর এলাকায় আয়োজিত সড়ক অবরোধ কর্মসূচিতে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম ও হারুনুর রশিদ মেম্বারসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বিক্ষোভ চলাকালে দেবপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু করার আশ্বাস দেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে তিনি আশা করেন, খুব দ্রুতই সড়কটি মেরামতের কাজ শুরু করা হবে।
পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে ময়নামতি ও কংশনগরসহ ৯টি পয়েন্টে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC