শনিবার ৬ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া: ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

রাইজিং ডেস্ক

ছবি : সংগৃহীত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলার বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জালাল মিয়া (জালু)। তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ রাজবাড়ি এলাকার সাত্তার মিয়ার ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানিয়েছেন, বিয়াল্লিশর এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজির একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন