নভেম্বর ৫, ২০২৪

মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ

RisingCumilla.Com - Road Accident in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলায় ট্রাক-বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষের ফলে তিন ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও  এলাকা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় পাশে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ট্রাক ও লরির সামনের অংশ চুরমার হয়ে যায়।

এ সময় কাভার্ডভ্যানে পেছনে থাকা একটি বাস এসে ধাক্কা দিলে যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায় বাসটি। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তারা আরও জানান, সংঘর্ষের ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের পর মহাসড়কে যান চলাচল শুরু হবে।