
শহরের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) কুমিল্লা নগরীতে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এবং ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’ (ইউডিসিজিপি)- এর যৌথ উদ্যোগে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল “কমিউনিটি মিটিং ফর রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস”।
দিনের শুরুতে অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর সচেতনতামূলক উপকরণ হিসেবে টুপি, টি-শার্ট এবং পরিচ্ছন্নতার সরঞ্জাম বিতরণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউডিসিজিপির’ টিম লিডার রেইমুন্ড গারিসিও গো এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মূল আকর্ষণ ইন্টারঅ্যাকটিভ কমিউনিটি সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে অংশগ্রহণকারীদের বর্জ্য আলাদা করা উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব এবং অপরিচ্ছন্ন পরিবেশের স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
শিক্ষামূলক বার্তা সহজে পৌঁছে দিতে বিতরণ করা হয় শিক্ষামূলক লিফলেট। হাতে-কলমে শেখার জন্য আয়োজন করা হয় মজাদার “ওয়েস্ট সর্টিং গেম” বা বর্জ্য বাছাই খেলা, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
এই দিন সিটি কর্পোরেশনের কনজারভেন্সি দল নির্ধারিত এলাকাগুলোয় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পরিচ্ছন্ন নগরীর দৃষ্টান্ত স্থাপন করে।
একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্লিন অ্যান্ড গ্রিন কুমিল্লা’ শীর্ষক এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুরা তাদের তুলির আঁচড়ে পরিচ্ছন্ন ও সবুজ নগরীর স্বপ্নকে সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলে।
কর্মসূচির সমাপ্তি পর্বে অঙ্কন প্রতিযোগিতা এবং বর্জ্য বাছাই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC