কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক (জব্দ) করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে, তার ৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে,দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাহসীন বাহারের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১৪শ ৭৪ দশমিক ৫৪ বর্গফুটের একটা ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩২ লাখ টাকা।
আবেদনে দুদক উল্লেখ করেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন তাহসীন বাহার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া, তার ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা অবৈধভাবে অর্জিত অর্থ হস্তান্তর ও স্থানান্তরের শামিল।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, তদন্তকালে তাহসীন বাহারের সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে, এখন পর্যন্ত প্রাপ্ত সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য তার স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC