রবিবার ৭ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা সরকারি কলেজে ভর্তি সহায়তায় হেল্প ডেস্ক চালু করল ইসলামী ছাত্র আন্দোলন

রাইজিং ডেস্ক

কুমিল্লা সরকারি কলেজে ভর্তি সহায়তায় হেল্প ডেস্ক চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
কুমিল্লা সরকারি কলেজে ভর্তি সহায়তায় হেল্প ডেস্ক চালু করল ইসলামী ছাত্র আন্দোলন/ছবি: মিডিয়া রিলিজ

কুমিল্লা সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা সরকারি কলেজ শাখা।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে কলেজ চত্বরে শাখার উদ্যোগে পরিচালিত হয় “ভর্তি সহায়তা হেল্প ডেস্ক”।

হেল্প ডেস্কে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রাখা হয় প্রয়োজনীয় কলম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ব্যাগ ও মোবাইল রাখার নিরাপদ স্থান, এবং তথ্য সহায়তা।

এছাড়া ছিল যাতায়াত ও গন্তব্য নির্দেশনা, অভিভাবকদের জন্য বসার জায়গা ও কাগজপত্র সংরক্ষণের সুবিধা।

শাখা সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞার নেতৃত্বে সংগঠনের কর্মীরা দিনভর দায়িত্ব পালন করেন দায়িত্বশীলতা, আন্তরিকতা ও ইসলামী ভ্রাতৃত্ববোধের চেতনায়।

শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।

সংশ্লিষ্টদের মতে, ইসলামী ছাত্র আন্দোলনের এ প্রচেষ্টা শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন