কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া খানম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, কৃষি অফিসার মো. জোনায়েদ কবির খান, মৎস্য কর্মকর্তা অর্নব চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারহানা নাসরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলম, নির্বাচন অফিসার চৌধুরী ফিহান ছন্দ, সমবায় অফিসার শাহানা আক্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার মো. মোতাব্বির হোসেন, ফায়ার স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ, উপজেলা আইসিটি অফিসার সালমা খাতুন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রফিকুল ইসলাম, জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোসা. নাসরিন আক্তার, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু ইউসুফ, সমন্বয়ক মো. আল আমিন হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC