
কুমিল্লা সদর দক্ষিণে অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা। আটক নারীর নাম সালমা আক্তার (৪২)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আর্মি ক্যাম্পের সদস্যরা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে সালমা আক্তারকে আটক করতে সক্ষম হন।
আটক সালমা আক্তার নন্দনপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
আলেখারচর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আটক সালমার কাছ থেকে মোট ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪৭ হাজার ১০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করার পর আটক নারী মাদক ব্যবসায়ীকে উদ্ধার করা মালামালসহ সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









