কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়াগাজী বাজার সংলগ্ন “মেসার্স চৌধুরী ব্রিকস” নামের এই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন ও শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন জানান, কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইট পোড়ানোর জন্য প্রয়োজনীয় ডিসি লাইসেন্স না থাকায় এবং নিষিদ্ধ এলাকায় ব্রিকস ফিল্ড পরিচালিত করায় সুয়াগাজী বাজারের মেসার্স চৌধুরী ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, পানি দিয়ে আগুন নিভানোসহ ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮ ও ৮ অনুসারে ইটভাটাটি গুঁড়িয়ে দেয় প্রশাসন।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সার্বিক সহযোগিতা করে।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC