শনিবার ১১ অক্টোবর, ২০২৫

কুমিল্লা শহর ও এর আশপাশ এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শহর ও এর আশপাশ এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না/ছবি: সংগৃহীত

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লা শহর, বিসিক শিল্পনগরী ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

পেট্রোবাংলার একটি কোম্পানি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল), এই জরুরি গ্যাস বন্ধের তথ্যটি আজ সোমবার (৬ অক্টোবর) মাইকিং করে জানিয়েছে। রাইজিং কুমিল্লার পক্ষ থেকে বিজিডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিডিসিএল কর্তৃপক্ষ রাইজিং কুমিল্লাকে জানিয়েছে, মঙ্গলবার (০৭ অক্টোবর) গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এই কাজের জন্যই কুমিল্লা শহর, বিসিক শিল্পনগরী ও সংলগ্ন এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এই সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। জরুরি প্রয়োজনে বা কোনো তথ্য জানতে গ্রাহকদের হটলাইন: ১৬২৫২ এবং জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৭৩৪১১৪৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন