কুমিল্লা শহরে বিশেষ সেনা অভিযানে সাবেক উজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী মোঃ নাঈমুর রহমান মজুমদার মাছুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর ৮ হত্যাকাণ্ডের মামলার ৮৮ নম্বর আসামি।
গতকাল (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর দক্ষিণ চর্থার ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাছুম চৌদ্দগ্রাম উপজেলার ঘাসি গ্রামের মৃত. মোখলেসুর রহমান মজুমদাের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত আসামি। তিনি চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর ৮ হত্যাকাণ্ডের মামলার ৮৮ নম্বর আসামি।
সূত্রের বরাতে জানা যায়, গ্রেফতারের পর তার কাছ থেকে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ও মহাসড়কে হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করা এবং এক্সকাভেটর ব্যবহার করে সড়ক কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন।
সেনাবাহিনীর এই বিশেষ অভিযানের পর আটক মাছুমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC