
কুমিল্লা শহরের প্রধান প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে ফুটপাতে হকার, ভাসমান দোকান, অবৈধ স্থাপনা এবং দোকানের মালামাল দ্বারা দখল হয়ে থাকায় পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। নিত্যদিনের যানজটে নাকাল ছিল নগরজীবন।
এই অচলাবস্থা নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ও জেলা প্রশাসন যৌথভাবে এবং আলাদাভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৬ জুলাই) রাতে কুমিল্লা সিটি কর্পোরেশন নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক অভিযান চালিয়েছে।
অভিযানটি নিউ মার্কেট, কান্দির পাড়, রানির বাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচালিত হয়। এতে রাস্তা ও ফুটপাতের পাশে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ স্থাপনা এবং দোকানের মালামাল সরিয়ে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন। তার সঙ্গে ছিলেন নগর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারাও।
কুসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এই ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি, ভবিষ্যতে যেন কেউ আর সড়ক ও ফুটপাত দখল করতে না পারে, সেজন্য নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে।