
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালি চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দীপ্ত।
অভিযানকালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ দল হাসপাতাল থেকে ১০ জন সক্রিয় দালালকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে এই দালালরা রোগীদের নানাভাবে হয়রানি ও প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দীপ্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমকে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে দালাল চক্রের বিস্তার অত্যন্ত গভীর। ওয়ার্ডবয় থেকে শুরু করে অ্যাম্বুলেন্সচালক পর্যন্ত অনেকেই এই দালালি কার্যক্রমে জড়িত। ফলস্বরূপ, প্রতিদিন অসংখ্য রোগী ও তাদের স্বজন এই চক্রের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।
তিনি আরও জানান, হাসপাতালটিকে পুরোপুরি দালালমুক্ত করা এবং সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে র্যাবের এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।









