মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে দালালদের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে দালালদের কারাদণ্ড
কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে দালালদের কারাদণ্ড/ছবি: সংগৃহীত

 কুমিল্লা নগরীর মেডিকেল কলেজ রোডে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই অভিযানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান যাচাই করা হয় এবং মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে দালালদের কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কোথাও মেয়াদোত্তীর্ণ ফায়ারবক্স, কোথাও নেই এক্স-রে টেকনোলজিস্ট বা রিপোর্টে স্বাক্ষর দেওয়া চিকিৎসক। অভিযানের সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার হঠাৎ বন্ধ করে চলে যায়।

যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা লাইসেন্স স্থগিত করা হয়েছে কুচাইতলী সিটি স্ক্যান অ্যান্ড মেডিকেল সার্ভিস, মেডিল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফাস্ট কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

এ ছাড়া অনিয়মের কারণে জরিমানা গুনতে হয়েছে উপশম ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা ও হেলথ ভিউ ডায়াগনস্টিককে ২ হাজার টাকা।

একই সময়ে, মেডিকেল কলেজের অভ্যন্তরে সক্রিয় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় কিছু দালাল চক্র সক্রিয় ছিল, যারা সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে অবৈধভাবে টাকা আদায় করছিল। পাশাপাশি, কিছু ডায়াগনস্টিক সেন্টারও নিয়ম মেনে চলছিল না।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, নওরোজ কোরেশী দীপ্ত এবং কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।

আরও পড়ুন