
কুমিল্লা নগরীর মেডিকেল কলেজ রোডে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই অভিযানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান যাচাই করা হয় এবং মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে দালালদের কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে, বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে গুরুতর ত্রুটি ধরা পড়ে। সঠিক মান বজায় না রাখা এবং অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করে।
একই সময়ে, মেডিকেল কলেজের অভ্যন্তরে সক্রিয় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় কিছু দালাল চক্র সক্রিয় ছিল, যারা সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে অবৈধভাবে টাকা আদায় করছিল। পাশাপাশি, কিছু ডায়াগনস্টিক সেন্টারও নিয়ম মেনে চলছিল না।