মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

কুমিল্লা মেডিকেলের নতুন উপ-পরিচালক ডা. নিশাত সুলতানা

নিজস্ব প্রতিবেদক

ডা. নিশাত সুলতানা/ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক)-এর নতুন উপ-পরিচালক (ডেপুটি ডিরেক্টর) হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. নিশাত সুলতানা। এর আগে তিনি এই হাসপাতালটির সহকারী পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কর্মরত ছিলেন। পদোন্নতি পেয়েই তিনি হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধি এবং রোগীসেবাকে আরও বেশি মানবিক ও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় পদোন্নতি কমিটির সুচিন্তিত সুপারিশ এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে ডা. নিশাত সুলতানাসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের মোট ৪৪ জন কর্মকর্তাকে উপ-পরিচালক বা সমমানের পদে পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নতি প্রাপ্তির পর ডা. নিশাত সুলতানা তাঁর অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, “এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি, যা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি একটি সুস্পষ্ট ধারণা দেন। তিনি জানান, রোগীসেবাকে কেন্দ্র করে কয়েকটি মৌলিক বিষয়কে তিনি অগ্রাধিকার দেবেন। এই অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে:

আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণ: এর মাধ্যমে হাসপাতালের সামগ্রিক চিকিৎসা সেবার মানোন্নয়ন নিশ্চিত করা।

সহানুভূতিশীল মনোভাব: চিকিৎসক ও অন্যান্য কর্মীদের মধ্যে মানবিক ও সহানুভূতিশীল মনোভাব তৈরির মাধ্যমে সংবেদনশীল সেবা নিশ্চিত করা।

বাস্তবভিত্তিক গবেষণা ও শিক্ষা: শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণা ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।

এর পাশাপাশি, হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেবা সহজীকরণ এবং সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর মতো বিষয়গুলোও তাঁর কাজের প্রধান অগ্রাধিকারে থাকবে।

ডাক্তার নিশাত সুলতানা দৃঢ় কণ্ঠে আরও যোগ করে জানান, “আমার বিশ্বাস, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অচিরেই একটি আদর্শ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।”

ব্যক্তিগত জীবনে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযুদ্বা শহীদ মমতাজ উদ্দিনের কন্যা।

আরও পড়ুন