শনিবার ১১ অক্টোবর, ২০২৫

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপির শোক/ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দীন (৫৬) আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কুমিল্লা জেলা বিএনপি ও মহানগর বিএনপি গভীরভাবে শোক প্রকাশ করেছে।

ভিপি জসীম উদ্দীনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন, যিনি প্রয়াত নেতার দেবর।

তিনি জানান, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন ভিপি জসীম উদ্দীন। দ্রুত তাঁকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগেও আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। অবশেষে বৃহস্পতিবার দুপুরে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে ভিপি জসীম উদ্দীন তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

ভিপি জসীম উদ্দীনের অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাবেক মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল আলম চপল, বিএনপির কুমিল্লা দঃজেলার নব কমিটির সদস্য মোজাহিদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মরহুম মোঃ জসিম উদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি কুমিল্লা শহর ও মহানগর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মোঃ জসিম উদ্দিন-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

আরও পড়ুন