ফেব্রুয়ারি ২২, ২০২৫

শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লা মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব: এই প্রথম ব্যালটে ভোট

New leadership in Comilla Metropolitan BNP: First ballot vote
ছবি: সংগৃহীত

এই প্রথমবারের মতো স্বচ্ছ বাক্সে প্রতীক সংবলিত ব্যালটে কুমিল্লা মহানগর বিএনপির যোগ্য নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেন। এ সময় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার রাত সাড়ে ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে , একই দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়নপত্র। পরদিন ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি চলবে।

এ বিষয়ে মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আলী আক্কাস বলেন, প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই কাউন্সিলে ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডের দুই হাজার ৭২৭ জন কাউন্সিলর প্রতীক সংবলিত ব্যালট পেপারের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

তিনি বলেন, কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র নেতারা সম্মেলনে অংশ নিবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরই আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ান আমিরুজ্জামান আমীর। পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট উৎবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে পুনরায় কমিটি ঘোষণা করা হয়।