বিশ্বকর্মা পূজা চলাকালীন গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কুমিল্লা মহানগর শাখার সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক শোভন কুমার দে উল্লাস, সদস্য সৌরভ দাস, অপূর্ব পাল, অভিজিৎ দাস, প্রিয়ম পাল সহ বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
মন্ডপ পরিদর্শন কালে তারা পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আহ্বায়ক শোভন কুমার দে উল্লাস জানান, বর্তমান এই অস্থির সময়ে পূজা শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন তিনি। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, পূজায় যাতে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে তার জন্য সারারাত্র পূজা মন্ডপে উপস্থিত থাকবে মহানগর ছাত্র ঐক্য পরিষদের মনিটরিং সেল"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC