শুক্রবার ২৫ জুলাই, ২০২৫

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই ) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর এবং কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবং তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠান শেষে কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

সংবর্ধনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার অঙ্গীকার করেন।

এই আয়োজনে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন