মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

কুমিল্লা মহানগর আ.লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার

Zahirul Islam Selim
ছবি: সংগৃহীত

ভার্চুয়াল মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সভা করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্তা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।

সূত্রে জানা গেছে, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে।

এ বিষয়ে মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সাথে সভা করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলাও রয়েছে। বৈঠকে অংশ নেয়া অন্যদেরও গ্রেফতার করা হবে।

আরও পড়ুন