নাঙ্গলকোট পৌরসদরের বিসমিল্লাহ মৎস বীজ উৎপাদন খামারে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এমএসসি শেষ বর্ষের ফিশারিজ বিভাগের ৩০ জন শিক্ষার্থীকে। বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাছের প্রজনন,উৎপাদন,পুকুর নির্ধারণসহ মাছ চাষের নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণী বিদ্যা শাখার ফিসারিজ বিভাগের ৩০ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এসময় শিক্ষার্থীরা বিসমিল্লাহ মৎস খামারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড.মহি উদ্দিন মোঃ শাহাজাহান ভূঁইয়া। উপজেলা মৎস কর্মকর্তা, গোলাম মোস্তফা,সহকারী অধ্যাপক তাসলিমা বেগম,সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূঁইয়া। বিসমিল্লাহ মৎস বীজ উৎপাদন খামারের চিকিৎসক উত্তম কুমার।