বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের অভিযানে আটক ১

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুপক্ষে সংঘর্ষ/ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র, এমনকি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল রোববার নগরীর কান্দিরপাড় এলাকায় অবস্থিত কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বলে জানা গেছে। আহতদের বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন ও সিফাতের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয়। পরে সিফাতের বহিরাগত বন্ধুরা এসে সংঘর্ষে অংশ নেন।

সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই সময়ে চারজন আহত হন। সংঘর্ষের পরপরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাটির সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত থাকতে পারে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে একজনকে আটক করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নবীনবরণ অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ পৌঁছানোর আগেই জড়িতরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে কারা কারা জড়িত ছিল, তা শনাক্তে পুলিশি অভিযান চলছে।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তিনি জানান, আহত ব্যক্তিদের কেউ কলেজের নিয়মিত শিক্ষার্থী নয়, তবে কলেজের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন