কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ বুধবার (৭ আগস্ট) কলেজ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র জমা দেন শিক্ষার্থীরা। এই আবেদনের প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান শিক্ষার্থীদের এই দাবিতে সম্মতি জানিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে ক্লাস বর্জন করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করেন। না মানলে তাদেরকে হেনস্তা করা হয়। এই অবস্থায় আর শান্তিতে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খানের নিকট একটি আবেদনপত্র জমা দিয়ে কলেজে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
আবেদনপত্রে তারা উল্লেখ করেছেন যে, ‘আজ ৭ আগষ্ট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোন প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্য যেকোনো অঙ্গ সংগঠনের সাথে) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোন প্রকার রাজনৈতিক কার্যকলাপ কলেজে থাকবে না। কলেজের শিক্ষার্থীরা যদি কোনভাবে এইসব দলের দ্বারা হয়রানির শিকার হয় তাহলে তার দায় নেবে কলেজ প্রশাসন। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কলেজ থেকে সকল প্রকার পলিটিকাল রুম বিলুপ্তি করতে হবে।’
এই আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, ‘শিক্ষার্থীরা একটি আবেদন পত্র নিয়ে এসেছে এ বিষয়ে। আমি তাদেরকে বুঝিয়েছি যে এটা প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রণালয় থেকে। আমি কোন প্রজ্ঞাপন জারি করতে পারবো না। তারা বলেছে আমাকে সম্মতি দিতে, তারা সেটা মন্ত্রণালয়ে জমা দেবে। তাই আমি এতে সম্মতি প্রদান করে স্বাক্ষর দিয়েছি।’