জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিতর্ক উৎসব ও কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত

Debate Festival and Workshop 2024 held at Victoria College, Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) কর্তৃক আয়োজিত ভিসিডিএস বিতর্ক উৎসব ও কর্মশালা ২০২৪ গতকাল বুধবার কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, সম্পাদক, শিক্ষক পরিষদ মোহাম্মদ মঈন উদ্দীন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মো. আনোয়ার হোসেন এবং ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের মডারেটর।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এবং প্রধান পৃষ্ঠপোষক।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রদর্শনী বিতর্ক, বিতর্ক কর্মশালা, পুরস্কার বিতরণ ও নানান আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।