প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ জুলাই স্থগিত হওয়া তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায়। পরীক্ষাগুলো হলো- পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১)।
বিজ্ঞপ্তিতে বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সময়মতো প্রস্তুতি নেয়ার অনুরোধ জানানো হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে ফেনী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। এতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেই গত ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করেছিল কুমিল্লা শিক্ষা বোর্ড।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC