
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে “বায়োইনফরমেটিক্স: বেসিক্স টু অ্যাপ্লিকেশনস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নম্বর হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সেমিনারে বাংলাদেশের ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) এস কে ফয়সাল আজমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে এর ব্যবহারিক প্রয়োগ, গবেষণা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
সেমিনারটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (CoURS)-এর উদ্যোগে এবং ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড এর সহযোগিতায় আয়োজিত হবে। এই সেমিনারে জীববিজ্ঞান, ফার্মেসি, বায়োটেকনোলজি ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিশেষভাবে উপযোগী।
সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শীর্ষ ৩ জন বিজয়ী পাবেন ডিওবি (DOB) এর যেকোনো একটি প্রশিক্ষণ/সেবায় ৫০% ছাড়, এক্সক্লুসিভ বায়োইনফরমেটিক্স পেনড্রাইভ এবং সনদপত্র। এছাড়া সকল অংশগ্রহণকারী পাবেন ডিওবি (DOB) এর যেকোনো একটি প্রশিক্ষণ বা সেবায় ১০% ছাড় (রেফারেল কোড ইমেইলের মাধ্যমে পাঠানো হবে)। এছাড়াও Dawnlab এ ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। আইবিএআই (IBAI) এ একদিনের বিনামূল্যের অফলাইন প্রশিক্ষণের সুযোগ বিএসডিএস (BSDS) এর মাধ্যমে ক্যাম্পাসে বায়োইনফরমেটিক্স রিসার্চ উইং গঠন করতে পারবে।
কুবি রিসার্চ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আল মাসুম হোসেন বলেন, ” সেমিনারের মাধ্যমে শিক্ষার্থী ও নবীন গবেষকদের মধ্যে বায়োইনফরমেটিক্স সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আধুনিক গবেষণাক্ষেত্রে এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হবে। সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে পূর্বেই নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।”








