
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের দল 'বাংলা ব্লকেড'।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দত্ত হলের প্রাধ্যক্ষ ড. জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিনের সঞ্চালনায় এই বিতর্ক প্রতিযোগিতা পরিচালিত হয়।
বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ (সাধারণ শিক্ষার্থী), হল সংসদ নির্বাচনে জোট প্রেক্ষিতঃ নয় বরং ব্যক্তি প্রেক্ষিতে ভোট দিবে। বিতর্কে সরকারি দল ছিল বাংলা ব্লকেড (বিষয়- ২৪ হল) ও বিরোধী দল ছিল সুনীতি-A( সুনীতি শান্তি হল)।
বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (কুবিডিএস) সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এছাড়াও বিচারক হিসেবে কুবিডিএস'র যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) মো: লাবিব রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক নাজমুস সাকিব এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
প্রাধ্যক্ষ ড. জিয়া উদ্দিন বলেন, "যারা আজকে এই আয়োজন করেছে তারা সত্যিকার অর্থে বিতর্ককে ভালোবাসে। বিতর্ক এমন একটি ক্ষেত্র, যেখানে যুক্তির মাধ্যমে নিজেকে শানিত করা যায়। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ। এই প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল হোস্ট করেছে। এর জন্য হল কর্তৃপক্ষ সবার কাছে কৃতজ্ঞ। যারা অংশগ্রহণ করেছে, সবাই লড়াই করতেই এসেছে। হলে বিতর্কের যে ধারা সূচনা হলো, সেটি আয়োজকেরা অব্যাহত রাখবে। সকল সমস্যা উত্তরণ করে সম্ভাবনাকে জাগিয়ে তোলা এই সংগঠনের কাজ।"
ডিবেটিং সোসাইটি সভাপতি সাদিয়া আফরিন বলেন,"আজকের আয়োজনে হল প্রশাসন যে সহায়তা করেছে, তা আমরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখব। যা কিছু প্রথম, তা যদি শুভ হয়, তবে আমরা তা মনে রাখতে পছন্দ করি। কোনো বিতর্ক বা বিতর্কিত পরিস্থিতি ছাড়া এমন একটি অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। বিতর্কের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষই পজিটিভ আত্মার অধিকারী বলে আমার মনে হয়। যারা অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC