কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা পর্বে অতিথিরা চাঁদপুর এসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সভাপতি মোঃ রাসেল হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য চাঁদপুরের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং একে অপরকে সহযোগিতা করা। নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমাদের ঐক্যের নিদর্শন।”
সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন,"চাদঁপুরের নবীন শিক্ষার্থীরা যেন সংগঠনের সাথে যুক্ত হতে পারে এবং প্রবীণ শিক্ষার্থীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনই ছিল আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। যা সংগঠনের গতিশীলতা বৃদ্ধির সাথে নিজেদের সহযোগিতা এবং ঐক্যের পথ সুগম করবে।"
এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদপুরের ঐতিহ্যবাহী গান, নাচ এবং নাটকের আয়েজন ছিল সাংস্কৃতিক পর্বে। এছাড়াও নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট এবং অতিথিদের বিশেষ উপহার প্রদান করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC