কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র ব্যবস্থাপনায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ এপ্রিল ও ৩ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক।
জানা গেছে, করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছপদ্ধতির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করে আসছে। এক বছর পর থেকে বিষয়টিতে বিভিন্ন আপত্তি আসতে শুরু করে। গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
এরপর ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইঙ্গিত দেন, গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর পর থেকে বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে কয়েক দফা স্মারকলিপি দেওয়াসহ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া শিক্ষকেরাও সভা করে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান। এমন পরিস্থিতির মধ্যেই আজ সভা করে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১৯ এপ্রিল সকাল ১০টায় ইউনিট সি, ৩ মে সকাল ১০টায় ইউনিট এ ও বেলা তিনটায় ইউনিট বি–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হায়দার আলীর সভাপতিত্বে আজ সকাল ১০টায় তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দিন–রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসীসহ সবাই দাবি জানিয়েছেন, গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য। সবকিছু বিবেচনা করে অবশেষে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এ বছর থেকেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC