কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নীল বাসের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফজিলাতুন্নেছা। তিনি কোটবাড়ির এলাকার বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী ।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় শহর থেকে ক্যাম্পাস অভিমুখী নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, 'অটো এবং বাস দুটোই বিপরীতমুখী ছিল। অটোতে চারজন মহিলা ছিল। তারা রেশন নিয়ে চাঙ্গিনী থেকে আসছিল। আর বাস শহর থেকে আসছিল। অটোর ড্রাইভার বাসকে দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিটকে পড়ে যায়। আর বাসের পিছনের সাথে ধাক্কা খায়। এখানে বাসের কোন দোষ নেই। এখানে দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইবার সামনে দেখতে পায় না। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।'
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোরশেদ আলম বলেন, 'নিহত পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা কোন মামলা করবে না। তারা সমঝোতা করতে চাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ একটি অপমৃত্যুর মামলা করা হবে।'
পরিবহন পুল কুবির কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, 'সকালে কৃষ্ণচূড়া ( ঢাকা-১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়। আর নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।'
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, 'নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। নিহতের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে এবং বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC