নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

Election of Cumilla University Teachers Association on February 19
ছবি: কুবি প্রতিনিধি

চলতি বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুবি শিক্ষক সমিতি-২০২২ এর সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুর বারোটায় শিক্ষক লাউঞ্জে একটি সাধারণ সভার আয়েজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শিক্ষকদের সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে প্রধান নির্বাচন কমিশনার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহাবুব এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিককে (মাসুম) সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।

ছবি: কুবি প্রতিনিধি

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন করেছি। আমি অন্য সদস্যদের সাথে কথা বলে নির্বাচনের তফসিল ঘোষণাসহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবো। আশা করছি, আগামী রবিবারের মধ্যে বিস্তারিত জানাতে পারবো।

কার্যনির্বাহী কমিটি -২০২২ এর সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, শিক্ষকদের বহুল প্রতীক্ষিত সমিতি গঠনের লক্ষ্যে আমরা সাধারণ সভা আয়োজন করেছি। আমাদের ডাকে সাড়া দিয়েই শিক্ষকরা একত্রিত হয়েছে। শিক্ষকদের পছন্দের ভিত্তিতে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। আশা করি আবারও আমরা একটা সুন্দর সমিতি পাবো।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর কুবি শিক্ষক সমিতি-২০২৩ কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের দুই পক্ষের দ্বন্ধে নির্বাচন স্থগিত হয়।