কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে মহাসমাবেশ করেছে কুমিল্লার সর্বস্তরের জনগণ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লাবাসীর দীর্ঘদিনের এই দাবিকে সমর্থন জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণসহ অন্যান্যরা।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা হলো ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন’। তিনি অভিযোগ করেন, বিগত সরকার এই দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল।
বর্তমান সরকারের কাছে তিনি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণার জোর দাবি জানান।
অন্যথায়, কুমিল্লাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই নেতা।
তিনি আরও উল্লেখ করেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব ‘জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা’।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC