
আজ সোমবার (০১ ডিসেম্বর ) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় “টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক দুই সপ্তাহ মেয়াদি আফ্রিকান–এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর্ডো)-এর সহকারী মহাসচিব জনাব রামী এম. এ. এইচ. কিশাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ডো-এর গবেষণা বিভাগের প্রধান ও প্রোগ্রাম সমন্বয়ক ড. খুশনুদ আলী। শ্রীলংকা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্ভিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, ইসওয়াতিনি, কেনিয়া, মৌরিশাস এবং বাংলাদেশসহ মোট ১৪টি দেশের ২১ জন উর্ধ্বতন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করছেন। বার্ডের অনুষদবর্গও উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রামী এম. এ. এইচ. কিশাত বলেন, এ ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্মশালা আর্ডো সদস্য দেশগুলোর জন্য অত্যন্ত কার্যকরী ও সহায়ক। তাই নিয়মিতভাবে বার্ডে কর্মশালাটি আয়োজন করা হয়ে থাকে। তিনি বলেন, বার্ড এবং বাংলাদেশের সঙ্গে আর্ডোর দীর্ঘদিনের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় হওয়ায় এসডিজি বাস্তবায়নে অংশগ্রহণকারী কর্মকর্তারা আরও সক্ষম হবেন। কর্মশালা আয়োজনের জন্য তিনি বার্ড কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়—এসডিজি অর্জনের লক্ষ্যে আর্ডো সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক এবং আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও কার্যকরভাবে বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা।
সভাপতির বক্তব্যে বার্ড মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ বলেন, প্রশিক্ষণার্থীদের পারস্পরিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তকরণে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ সহজ হবে। তিনি আরও বলেন, ষাটের দশক থেকেই বার্ড সমবায় ভিত্তিক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে কাজ করে আসছে এবং এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ও কর্মশালা পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন। তিনি অংশগ্রহণকারীদের সামনে কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালার সহযোগী ও সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে মিজ আফরীন খান, যুগ্মপরিচালক, বার্ড এবং কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক, বার্ড।
এছাড়া কর্মশালার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মিজ আযমা মাহমুদা, যুগ্মপরিচালক, বার্ড।










