কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের ডালপা উত্তর পাড়া এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় একজন ব্যক্তি একটি পাটের বস্তা মাথায় নিয়ে পুলিশ চেক পোষ্টের কাছাকাছি আসলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে সে তার মাথায় থাকা পাটের বস্তাটি ফেলে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের থেকে জানাযায় পলাতক আসামীর নাম মোঃ মহিন সে ডালপা উত্তর পাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC