গতকাল রবিবার উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হল কুমিল্লা প্রেস ক্লাবের (২০২৪-২৬) বছরের নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ জুলাই) বেলা ১২টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। বিকেল ৪টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক।
এছাড়া নির্বাচনে ৫৭ ভোটের বিপরীতে ১৭ পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এরমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে ভোট করেন ৩১ জন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- ডেইলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল ও ডেইলি আওয়ার টাইমের মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি বাহার রায়হান।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভি প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার আলোর নেকবর হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেশ রূপান্তরের মো. দেলোয়ার হোসেন জাকির নির্বাচিত হন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচ জন। তারা হলেন- বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক ময়নামতির মামশাদ কবির, কালবেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক ও সমকাল প্রতিনিধি মো. কামাল উদ্দিন।
উল্লেখ্য, সর্বশেষ কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC