কুমিল্লা ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার প্রতিষ্ঠার ৬০ বছর (১৯৬৪-২০২৪) “হীরক জয়ন্তী” উদযাপন উপলক্ষে বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় মেলা প্রাঙ্গন ফরিদা বিদ্যায়তনে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে মহান স্বাধীনতা ও জতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ অপর্ণা সেন- শিশু সদস্য, মধুমিতা কচি-কাঁচার মেলা।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- অনিমা মজুমদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ক্রীড়া সংগঠক- জনাব বদরুল হুদা জেনু, দৈনিক শিরোনাম পত্রিকার বার্তা সম্পাদক- জনাব মোতাহের হোসেন মাহবুব, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক- জনাব হানিফ মজুমদার, রাহিমা আক্তার সুমি, সহকারী প্রধান শিক্ষক- ওয়াইডব্লিউসিএ জুনিয়র হাই স্কুল, কুমিল্লা।
বিজয়পুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ- অধ্যক্ষ বিধান চন্দ, কুমিল্লা জেলার সাবেক ক্রিকেটার- রফিকুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা- অনুপ চক্রবর্তী যীশু, হুসাইন মোঃ কামরুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশুবক্তা- রূপন্তী ভৌমিক, অথৈ নিয়োগী, প্রাঞ্জল দে ও অনুরুদ্ধ দত্ত।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- কর্মী বোন: অনিকা দাস অর্পিতা এবং অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার সদস্যবৃন্দ।