বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের মনোহরগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 2 killed in bus crash on Comilla-Noakhali regional highway
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় নিহত ২। ছবি: সংগৃহীত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যায়, তবে পুলিশ বাসটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি মালবাহী ট্রাক কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন দিক থেকে ওভারটেক করার চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খিলা অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালকসহ দুই যাত্রী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান খিলা ইউপির উল্লাপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম (৬৫)।

গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক বাদলকে (১৫) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অটোরিকশার আরেক যাত্রী, বাদলের বাবা শফিকুর রহমান, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিলুর রহমান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে চালকদের আরও সতর্ক থাকা উচিত।

আরও পড়ুন