কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে।
কুমিল্লার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২নং অধ্যায়ের ১নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া হয়েছে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। শিক্ষা জীবন শেষ করে অ্যাডভোকেট সুজন ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী হিসাবে সনদ অর্জন করে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশা শুরু করেন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য হয়ে আইনজীবী হিসাবে কাজ করার অনুমতি পান।
এদিকে, অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ায় তাঁকে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরাম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামসহ, সেইভ দ্যা হিউমিনিটি, লাকসাম জেলা বাস্তবায়ন কমিটি, মনোহরগঞ্জ সাংবাদিক সমিতি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC