শুক্রবার ১০ অক্টোবর, ২০২৫

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Streets rumble demanding implementation of division in the name of Comilla
কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ/ছবি: সংগৃহীত

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে এই সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের জনতা।

জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে কুমিল্লাপ্রেমী মানুষজন এই সমাবেশে যোগ দেন। এ সময় তাদের কুমিল্লা বিভাগের দাবিতে নানান স্লোগান দিতে শোনা যায়।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা এই কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। তারা আরও উল্লেখ করেন, নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত।

বক্তারা দৃঢ়তার সাথে বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি এই কুমিল্লা বিভাগ অবশ্যই কুমিল্লা নামেই দিতে হবে। কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না, তাদেরকে বাদ রেখেও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সম্ভব। তারা হুঁশিয়ারি দেন, কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।

এ সময় কুমিল্লাকে বিভাগ দাবিতে “জীবন সঙ্গী যেমনই হোক নোয়াখাইল্লা মেয়ে না হলেই হয়” এমন বিভিন্ন প্লাটুন নিয়ে স্লোগান তোলেন হাজারও মানুষ।

আরও পড়ুন