'আপনিই গ্রন্থের পাঠক এবং আপনিই গ্রন্থাগারিক' এই ধারণাকে সামনে রেখে কুমিল্লা নগরীতে বই পড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নগরীর বজ্রপুর, ইউছুফ হাইস্কুল রোডে এই উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন করা হয়। রাস্তার পাশে এ পাঠাগার স্থাপনের উদ্যোগ নেন আলোকিত বজ্রপুর নামে একটি সামাজিক সংগঠন।
এ সময় আলোকিত বজ্রপুরের তরুণ ও কিশোর সদস্যদের মাঝে একটি করে ইতিহাস বই ও পুরস্কার বিতরণ করেন উদ্বোধনী সভার অতিথিরা।
জানা গেছে, নগরীতে সেলুন, বাস টার্মিনাল ও হাসপাতালের রোগীর অপেক্ষার স্থানে পাঠাগার স্থাপন শেষে কুমিল্লা ইউসুফ হাইস্কুল সড়কের একটি বহুতল ভবনের নিচে উন্মুক্ত পাঠাগার স্থাপন করে আলোকিত বজ্রপুর।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী, কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগারের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, ইতিহাসবিদ ও গবেষক আহসানুল কবীর, আলোকিত বজ্রপুরের সংগঠক রফিকুল ইসলাম সোহেল ও হাসিবুল হাসান সুমন প্রমুখ।
মাসুদ রানা চৌধুরী জানান, 'আমরা পাঠাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। পাঠক হাত বাড়ালেই যেন বই পায়। তারা নিজে বই নিয়ে পড়বেন, সুযোগ থাকলে নিজের বাসার একটি বই রেখে যাবেন।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC