কুমিল্লা নগরীর ঝাউতলার 'খান ফার্মেসি' থেকে চুরি যাওয়া ঔষধসহ বিপুল পরিমাণ চোরাই ঔষধ ও একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজন চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে রাসেল আহমেদ নামের এক ব্যবসায়ীর ফার্মেসিতে চুরি হয়। এ ঘটনায় ফার্মেসির ভিতরে থাকা বিভিন্ন কোম্পানির মূল্যবান ঔষধ এবং সার্জিক্যাল সামগ্রী সহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল চুরি হয়। পরে এ ঘটনায় রাসেল আহমেদ লিখিত অভিযোগ করেন।
পুলিশের তদন্তে জানা যায়, চোর চক্রটি বিভিন্ন জেলা শহরের সড়ক সংলগ্ন ফার্মেসীগুলোকে চুরির টার্গেট হিসেবে নির্ধারণ করে চুরি করে আসছিল। তারা দিনের বেলায় ঘুরে ঘুরে রেকী করে রেখে পরবর্তীতে রাতের বেলায় সেসব স্থানে সুকৌশলে অল্প সময়ের মধ্যে তালা ভেঙ্গে চুরি করে পালিয়ে যায়।
পুলিশের তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ীটি সনাক্ত করে ঢাকা যাত্রাবাড়ী, নারায়নগঞ্জ এর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে উক্ত ঘটনায় জড়িত মাসুম রেজা, সামাদ, সানি ও সানাউল্যাহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপা প্রাইমারী স্কুলের পিছনে কোহিনুর করিম শপিং কমপ্লেক্স এর ভিতরে রামিম সুজ নামক জুতার দোকানের পাশে মাসুম রেজার ভাড়া করা গোডাউন হতে কুমিল্লা থেকে চুরি যাওয়া ০৬ বস্তা ঔষধ উদ্ধার করা হয়। এছাড়াও উক্ত গোডাউন থেকে পূর্বে বিভিন্ন সময়ে ক্রয়কৃত চোরাই বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC