মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

কুমিল্লা নগরীর কাপ্তান বাজারে আগুনে পুড়ল দোকান

Rising Cumilla -Shop gutted in fire at Kaptan Bazar in Comilla city
ছবি: প্রতিনিধি

কুমিল্লা নগরীর কাপ্তান বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি দোকান। তবে অন্য ঘরবাড়িতে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এলাকার পূর্বপাড়া উত্তর গয়াম বাগিচা ‘আল্লাহর দান ডিপার্টমেন্টাল স্টোর’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পরপরই স্থানীয় এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং দ্রুততার সাথে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তবে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এই আকস্মিক আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন