গায়ের দামের (MRP) চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে কুমিল্লার সদর রাজগঞ্জ বাজারের "সাহা মেডিকেল হল" ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৩ জুলাই) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এক তদারকি অভিযানে এই জরিমানা আরোপ করা হয়।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, অভিযানে সাহা মেডিকেল হলে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া আরও বেশ কিছু অনিয়ম ধরা পড়ে প্রতিষ্ঠানটিতে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকতে সাহা মেডিকেল হলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC