এপ্রিল ২৩, ২০২৫

বুধবার ২৩ এপ্রিল, ২০২৫

কুমিল্লা নগরীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেফতার

কুমিল্লা নগরীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেফতার
কুমিল্লা নগরীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেফতার/ছবি: প্রতিনিধি

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় গতকাল রোববার মধ্যরাতে হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা। মিছিলটিতে অংশগ্রহণকারীদের সবার মুখ ঢাকা ছিল মাস্ক ও কালো কাপড়ে।

শাসনগাছা মোড় থেকে শুরু হয়ে স্বল্প সময়ে মিছিলটি শেষ হলেও মিছিল শেষে অংশগ্রহণকারীরা আত্মগোপনে চলে যায়।

তবে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। পরে কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহিনুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন-মো. আরিফ – মৃত আলী আশরাফের পুত্র (কোতোয়ালী থানা এলাকা), আব্দুল হান্নান ওরফে আদি – মোঘলটুলীর আব্দুল মান্নান মিয়ার পুত্র, মো. কবির হোসেন – কালিরবাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র, একেএম মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে কিশোর – ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার পুত্র, মো. আরিফুল ইসলাম – বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের পুত্র, জাহিদুল হাসান রিমন – বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের পুত্র, পিয়েল চন্দ্র সাহা – দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার পুত্র এবং ডাক্তার মোস্তফা – কোতোয়ালী থানা এলাকার ৫ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক, তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার পুত্র