কুমিল্লার নগরীর অসহনীয় যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। শহরে চলাচলকারী অবৈধ অটোরিকশা যানজটের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে জেলা প্রশাসক আমিরুল কায়সার জানিয়েছেন, অটোরিকশার সংখ্যা কমিয়ে নির্দিষ্ট আইডি কার্ড ও ড্রেসের মাধ্যমে শহরে চলাচলের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি, বাদবাকি চালকদের জন্য অন্যত্র কর্মসংস্থান বা বিকল্প পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা শহরের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
কুমিল্লার মানুষের চিত্তবিনোদনের অভাবের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “কুমিল্লায় চিত্তবিনোদনের স্বল্পতা প্রকট। এখানে পার্ক বা সবুজায়ন নেই বললেই চলে। ২০ একর জায়গায় পূর্বের বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ছিল, যেটা এখন বন্ধ।।”
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আরও জানান, 'জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক ডিসি পার্ক করার জন্য ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ রোপনেরও ব্যবস্থা করা হয়েছে।'
টাউনহল মার্কেটের ব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গিয়ে জেলা প্রশাসক জানান, “টাউনহল মার্কেটের আয় বিগত সরকারের সময়ে কোন এক ব্যক্তি বিশেষের কাছে যেতো। ৫ আগস্ট পরবর্তী সরকারের সময়ে প্রতি মাসে ৬ লক্ষাধিক টাকা মার্কেটের একাউন্টে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং এই মহৎ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, “জুলাই বিপ্লব পরবর্তী কুমিল্লা ক্লাবের ধ্বংসাবশেষ থেকে প্রকৃত রূপদানে এডহক কমিটি করা হয়েছে।”
উজিরদিঘীর ভরাট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “এই দিঘীর ভরাট নিয়ে রেকর্ডের মালিক আবেদন করেছিলেন। তবে, পরিবেশের সুরক্ষার স্বার্থে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এটিকে ভরাট হওয়া থেকে রক্ষা করার আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে আমিরুল কায়সার জানান, সদর দক্ষিণে মালিকানাধীন পুকুর রাতের আঁধারে অর্ধেক ভরাট করা হয়েছিল। খবর পেয়ে পরিবেশ আইনে মামলা ও পুকুরটি পুনরায় খননের ব্যবস্থা করা হয়েছে। ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানাসহ ২৩ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১২টি ছোট-বড় বাজার থাকার কারণে ঈদ উপলক্ষে যানজট আরও তীব্র হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে যানজট নিরসনের জন্য সেনাবাহিনী ও ৩০০ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
আরও পড়ুন-
https://risingcumilla.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96/
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC