এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

কুমিল্লা নগরীতে কখন কোথায় ঈদের জামাত? এক নজরে দেখুন তালিকা!

Rising Cumilla - Eid
প্রতীকি ছবি/সংগৃহীত

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি বাংলাদেশের আকাশে আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে কুমিল্লা নগরীরর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুতি রয়েছে। এই কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এর আগে, ঈদের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৯ মার্চ কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যগণ।

ঈদের প্রধান জামাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

কুমিল্লা শহরের অন্যান্য মসজিদে ঈদের জামাতের সময় ও তালিকা:

০১. পুলিশ লাইন জামে মসজিদ (সকাল ৮.৩০ মিনিটে)

০২. বাগিচাগাঁও বড় মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)

০৩. অশোকতলা জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)

০৪.ঝাউতলা বাবুস সালাম বায়তুল আরাফ জামে মসজিদ (সকাল ৮.০০ঘটিকায়)

০৫. ঝাউতলা কেন্দ্রীয় জামে মসজিদ (সকাল ৮.১৫ ঘটিকায়)

০৬. ধর্মপুর পূর্ব চৌমুহনী জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)

০৭. কাপ্তানবাজার কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)

০৮. কাপ্তানবাজার পাক্কার মাথা ঈদগাহ ও জামে মসজিদ (সকাল ৯.০০ ঘটিকায়)

০৯. ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ (সকাল ৯.০০ ঘটিকায়)

১০. জানু মিয়া জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)

১১. কুমিল্লা কেন্দ্ৰীয় ঈদগাহ (সকাল ৮.৩০ ঘটিকায়)

১২. কালিয়াজুরী বড় মসজিদ (সকাল ০.০০ ঘটিকায়)

১৩. রানীর বাজার জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)

১৪. পেট্রোল পাম্প জামে মসজিদ, রেসকোর্স (এভারগ্রিন হসপিটাল এর সাথে) (সকাল ৭.৪৫ ঘটিকায়)

১৫. পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)

১৬. তালপুকুরপাড় জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)