বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে এই ঘোষণা আসে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাও: কাজী আবু হুরায়রা। তিনি নবগঠিত ৫০ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন।
ছাতিপট্টি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদেরকে সভাপতি এবং মধ্যম মাঝিগাছা জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফ মজুমদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ঠাকুরপাড়া মদিনা মসজিদের খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালেহীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফেজ মাওলানা ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব মাও: মুফতি মহিউদ্দীন, কেন্দ্রীয় ট্রেজারার অধ্যক্ষ মাও: এজহারুল হক, সিলেট বিভাগীয় সভাপতি হাবিব আহমেদ শিহাবসহ বিভিন্ন জেলার ও উপজেলার ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুতাওয়াল্লি সমিতির বৃহত্তর কুমিল্লা জেলার শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছিদ্দিকুর রহমান, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, ভারেল্লা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ড. আবুল খায়ের, ধামতি কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাও: রফিকুল ইসলাম হেলালী, হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাও: তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও চৌদ্দগ্রাম উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা অধ্যক্ষ আব্দুল জলিল, বরুড়া উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাও: মিজানুর রহমান জাফরী, মনোহরগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ মাও: হুজ্জাতুল ইসলাম, লালমাই উপজেলার সভাপতি অধ্যক্ষ মাও: সানাউল্লাহ বাশারী, নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দীন মজুমদার, লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দীন, সদর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দীন ওয়াহিদী, সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাও: শাহআলম আল কাদরী, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান মমতাজীসহ বিভিন্ন উপজেলার সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ সম্মেলনে অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC