নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লা থেকে নারী আসনে এমপি হতে আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৪৪ জন

44 women from Cumilla's bought the bangladesh awami league nomination form for reserved seats.webp
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘনিয়ে আসছে। এরই মধ্যে কুমিল্লা থেকে সংরক্ষিত আসনে এমপি হতে ৪৪ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

এক নজরে কুমিল্লা থেকে সংরক্ষিত নারী আসনে আ. লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা- ফাহমিদা জেবীন, মাধুরী রায়, পাপড়ী বসু, হেলেনা জাহাঙ্গীর, সেলিমা সোবহান খসরু, নাদেরা পারভীন আক্তার, নাজিয়া হাসেম, বিথী হাসান, মোসা. ফরিদা বেগম, নাজনীন আক্তার, রোজি মজুমদার, আয়েশা আক্তার ভুইঁয়া, ফারজানা আখতার সূপর্না, শাহিদা আক্তার, সুরাইয়া আক্তার, ফেরদৌস মাহমুদ।

এছাড়াও সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাজমা আফরীন সুমনা, তাহমিনা বেগম, তাসলিমা আক্তার, তানজিনা আক্তার, মোসা. খালেদা আক্তার, সাজেদা আক্তার মায়া, বুশরা সাবাহ, রাশেদা বেগম, মাহমুদা চৌধুরী, দিলনাসি মোহসেন, শিরিন সুলতানা, জাহানা আরা বেগম, জোবেদা খাতুন, স্বপ্না রহমান, ফারাহ দিবা, মোছা. নাছিমা বেগম, ফারজানা আহমেদ, মিসেস জেসন নেসা জীবন (স্বপ্না), আয়েশা জামান, ফাতেমা ইয়াসমিন, সেলিমা আহমদ, কোহিনুর বেগম, নাসরিন আক্তার, মোসাম্মৎ নাছরিন আক্তার ও সেলিনা ইসলাম, রওশন আরা মান্নান।

এর আগে গত একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ নারীকে সংসদ সদস্য করা হয়। তার মধ্যে কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা সীমা ও আরমা দত্ত সংরক্ষিত আসনে এমপি হয়েছিলেন। এবারও তারা দলীয় টিকিট চান। একাদশ সংসদের এই দুই এমপি ছাড়াও আরো ৪২ জন নারী নেত্রী আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া প্রতিনিধিদের ভোটের মাধ্যমে। এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।